অঞ্জলি দেনন্দী

 প্রতিবাদ

অঞ্জলি দেনন্দী 



একখানি দেহ প্রাণহীনা হল বটে।

ঐ গঙ্গা দেবীর পথের ধারে, তটে।

রজনী তখন শান্ত ছিল কেন?

প্রশ্নের উত্তরহীন মরীচিকা যেন।

কেন বাতাস মৌন ছিল?

কেন ধ্বংস হল না, যৌন দিল ( মন ) ও।

কেন ও ঝড় হয়ে উঠল না?

কেন সব তছনছ করে ছুটল না?

কেন সারা ধরাকে জাগালো না?

কেন দস্যুদের ভাগালো না?

হয় তো সময় সঙ্গে ছিল না!

তাই তো জীবন্ত সুকর্মীকে বাঁচতে দিল না।

কিন্তু আজ দেখ, শোন!

বাদ যাচ্ছে না বিশ্বের কিনারা কোনোও।

সবাই ব্যথিত কণ্ঠকে বদলে হুংকার দিচ্ছে।

নিজেদের হাতেই নিজেরা শাসন তুলে নিচ্ছে।

জনগণ আপনিই বিচারক।

তারাই, নিজেরাই আবার প্রকৃত শাসক।

গণতন্ত্র রক্ষার জন্যই আন্দোলন, বিপ্লব চলছে জগৎ জুড়ে।

সকলেই অন্যায় নিঃশেষের তরে প্রতিবাদ করছে একই সুরে।

নারী সমাজ দুনিয়ার ধারীকা, বাহিকা।

জীবন স্রোত প্রবাহিকা।

আপন অপমান, অসম্মান নারী আর সহ্য করবে না।

আর ধৈর্যের বাঁধ গড়বে না।

আর জীবনের ওপরে আড়ালের পর্দা ঢেকে ধরবে না।

আর নারী অত্যাচারে মরবে না।

নারী নিজের যোগ্যতায় বাঁচবে এবার।

সময় এসেছে নিজের অধিকার ছিনিয়ে নেবার।

শক্তি আজ জাগরিত, ক্ষণটা শুধুই বুঝিয়ে দেবার।

নারীই নিজ দ্বায়িত্বে সংসার পালে, 

নারীই মাতৃত্বে নব প্রাণের মুখে আপন জীবন সুধা ঢালে।

নারীই সংসার রক্ষার্থে সংহারকারিণী কালে কালে কালে।

আজ বিচারিণী তারা, ঐক্যবদ্ধা -  ভয়হারিণী।

শয়তানীর বিনাশকারিণী, বিপত্তারিণী।

ন্যায়ের, শান্তির মনুষ্যদূতি - জগৎধারিণী, বিশ্বহিতকারিণী।

নারীই এ মহাবিশ্বের সেরা।

সেরা সুকাজ করতে সক্ষমা এরা।


পাঠকের মতামতঃ